আমুদরিয়া নিউজ: লস অ্যাঞ্জেলসে মিউজিক ফেস্টিভ্যালে বন্দুকবাজের হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের, আহত আরও ছয়জন। জানা গিয়েছে সামার ফেস্টিভ্যাল উপলক্ষে লস অ্যাঞ্জেলসের শহরতলি এলাকায় এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেই অনুষ্ঠানে। স্থানীয় সময় সোমবার মধ্য রাতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একজনকে মৃত অবস্থায় দেখতে পায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলার। আরও ৬ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
