আমুদরিয়া নিউজ: লালকেল্লা চত্বরে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে এ দেশে বাস করতেন। ধৃতদের থেকে বাংলাদেশি নথিপত্রও পাওয়া গিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত ১৫ জুলাই থেকে লালকেল্লায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এরই মধ্যে সোমবার পাঁচ জন লাল কেল্লায় প্রবেশের চেষ্টা করেন। তাঁদের কাছে প্রবেশের অনুমতিপত্র (এন্ট্রি পাস) দেখতে চাওয়া হয়। কিন্তু ধৃতেরা কেউ-ই তা দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে এরা প্রত্যেকেই তিন-চার মাস আগে অবৈধ ভাবে ভারতে আসেন। তার পর থেকে দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
