আমুদরিয়া নিউজ: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল কেন্দ্র। তালিকায় রয়েছে ডায়বেটিস, হৃদরোগ এবং মানসিক রোগের একাধিক ওষুধ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ)। তালিকায় রয়েছে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভাস্ট্যাটিন কম্বিনেশনের ওষুধ। এছাড়া এম্পাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এবং মেটফর্মিনের মতো নতুন অ্যান্টি-ডায়াবেটিক ওষুধের দাম কমছে। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্রেতার সুবিধার্থে নতুন নির্ধারিত ওই দামের তালিকা বিক্রেতাদের দোকানে ঝুলিয়ে রাখতে হবে। পুরনো দামে ক্রেতাদের কিনতে বাধ্য করা হলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।