আমুদরিয়া নিউজ: লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই দলনেত্রীকে ইস্তফাপত্র পাঠান কল্যাণ। শুধু ইস্তফা দেওয়া নয়, কিছুক্ষণের মধ্যে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে কল্যাণ বলেন, মমতাদি বলেছেন, আমি নাকি ঠিক মতো সমন্বয় করে চলতে পারছি না। লোকসভায় কে কবে কখন বলবেন, তাও ঠিক করতে পারছি না। তাই আমি ইস্তফা দিয়েছি। জানা গিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফার সিদ্ধান্তের কথা ঘোষণার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন বর্ষীয়ান নেতাকে। সূত্রের খবর, অভিষেক কল্যাণকে বলেছেন, আগামী তিন-চার দিন আগের মতোই মুখ্য সচেতকের কাজ সামলাতে। ৭ অগস্ট অভিষেক দিল্লি যাওয়ার কথা অভিষেকের। দিল্লি পৌঁছে তিনি কল্যাণের সঙ্গে বসে আলাদা করে কথা বলবেন বলেও জানিয়েছেন বলে খবর। তৃণমূল সূত্রের খবর, কল্যাণ ইস্তফা দিলেও তা আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়নি।
