আমুদরিয়া নিউজ: সোমবার সকালে প্রয়াত হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে নয়াদিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হাসপাতালে গিয়ে প্রয়াত শিবু সোরেনের পরিজনদের সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করেন। তাঁদের সমবেদনা জানান। পরে এক্সে ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, ‘গঙ্গারাম হাসপাতালে গিয়ে শ্রী শিবু সোরেনজিকে শ্রদ্ধা জানালাম। হেমন্তজিও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা হয়েছে। তাঁদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।’শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এদিন গঙ্গারাম হাসপাতালে যান। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও গঙ্গারাম হাসপাতালে গিয়েছিলেন। জানা গিয়েছে, এদিন সন্ধেতেই শিবু সোরেনের মৃতদেহ রাঁচীতে নিয়ে যাওয়া হবে। ২০০৫ সালে প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবু। তবে মাত্র ১০ দিন ওই পদে ছিলেন। পরে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজনীতিতে প্রথম থেকে ‘গুরুজি’ নামেই পরিচিত ছিলেন শিবু। মূলত তাঁর আন্দোলনের জেরেই ২০০০ সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়েছিল। কেন্দ্রের কয়লামন্ত্রীর পদে দায়িত্ব সামলেছেন শিবু। যদিও পরে কয়লা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছিল।
