আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। বয়স হয়েছিল ৮১। সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার মৃত্যুর খবর সমাজ মাধ্যমে জানিয়েছেন। লেখেন, ‘‘শ্রদ্ধেয় দিশম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।’’ ২০০৫ সালে প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবু। তবে মাত্র ১০ দিন ওই পদে ছিলেন। পরে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজনীতিতে প্রথম থেকে ‘গুরুজি’ নামেই পরিচিত ছিলেন শিবু। মূলত তাঁর আন্দোলনের জেরেই ২০০০ সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়েছিল। কেন্দ্রের কয়লামন্ত্রীর পদে দায়িত্ব সামলেছেন শিবু। যদিও পরে কয়লা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছিল। শিবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, “শিবু সোরেনের প্রয়াণে আমি দুঃখিত। ওনার পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা।”