আমুদরিয়া নিউজ: পরিচারিকাকে ধর্ষণ মামলায় প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। গতকালই এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতিকে দোষী সাব্যস্ত করেছিল বেঙ্গালুরুর জনপ্রতিনিধিদের বিশেষ আদালত। শনিবার সাজা ঘোষণা হল তাঁর। পাশাপাশি আদালত তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ এই টাকা দেওয়া হবে। অভিযোগ, ২০২১ সাল থেকে বেঙ্গালুরুর নিকটবর্তী তাঁদের পারিবারিক ফার্মহাউসে কাজ করতেন যে মহিলা, তাঁকে একাধিকবার ধর্ষণ করেছিলেন রেভান্না। এমনকি, এই ঘটনার কথা কাউকে বললে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল। এই মামলায় গত বছরের ৩১ মে প্রজ্জ্বলকে গ্রেফতার করা হয়। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। গত ১৮ জুলাই মামলার শুনানি শেষ হয়। মামলা শুরুর মাত্র ১৪ মাসের মধ্যেই সাজা কার্যকর করল জনপ্রতিনিধিদের বিশেষ আদালত।