আমুদরিয়া নিউজ: আর্থিক তছরুপ মামলায় সমন তো জারি হয়েছিলই, এবার রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। উল্লেখ্য, মামলা এড়াতে যাতে কেউ দেশত্যাগ না করেন, সে জন্য লুক-আউট সার্কুলার জারি হয়। দেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবন্দরের প্রবেশ এবং প্রস্থানপথের জন্য ওই সার্কুলার দেওয়া থাকে সেখানকার আধিকারিক এবং কর্মীদের সাবধান করে। সংশ্লিষ্ট ব্যক্তি যদি সেখানে যান, তাঁকে আটক করতে হয়। রিলায়্যান্স গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে বহু কোটি টাকা ঋণ নেওয়ার সময় আর্থিক অনিয়ম ঘটেছে। ইডি-র সন্দেহ, ঋণ ছাড়ের বিনিময়ে ব্যাঙ্কের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা বড় অঙ্কের ঘুষ পেয়েছেন। এই ‘বিনিময় ব্যবস্থা’ নিয়ে অনিল আম্বানিকে জেরা করতে চায় কেন্দ্রীয় সংস্থা।
