আমুদরিয়া নিউজ: বিধানসভায় বসে মগ্ন হয়ে অনলাইনে তাস খেলতে গিয়ে বিপাকে পড়লেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। তাঁকে কৃষিমন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। তবে কৃষিমন্ত্রীর পদ গেলেও তাঁকে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত মাসে বিধানসভায় অধিবেশন চলাকালীন নিজের আসনে বসে মোবাইলে অনলাইনে তাস খেলার অভিযোগ ওঠে মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের বিরুদ্ধে। আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই শোরগোল পড়ে যায় গোটা মহারাষ্ট্র জুড়ে। তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার দাবিও জোরালো হতে শুরু করে। যদিও কৃতকর্মের জন্য ক্ষমা চান কোকাটে। এমনকি আশ্বাস দেন ভবিষ্যতে এ রকম ঘটনা আর ঘটবে না। তবে কোনও কিছুতেই বরফ গলেনি। শেষমেশ কৃষিমন্ত্রিত্ব হারাতে হয়েছে তাঁকে। তবে দল এবং সরকার তাঁকে একেবারে নিরাশ করেনি। ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।
