আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুরে সেনার সাফল্যের খতিয়ান তুলে ধরতে দেশজুড়ে তেরঙ্গা যাত্রার ডাক দিল বিজেপি। আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিজেপির মণ্ডলস্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত সর্বত্র চলবে এই তেরঙ্গা যাত্রা। এই কর্মসূচিতে সেনার সাফল্যের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীদের বার্তা। জানা যাচ্ছে, এই অভিযানের মূল উদ্দেশ্য দেশরক্ষায় প্রাণ বলিদান দেওয়া শহিদদের শ্রদ্ধা ও বীর জওয়ানদের সম্মান জানানো। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকা হাতে প্রতিটি গ্রাম ও শহরে মিছিল বের করা হবে। মিছিলে থাকবে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এই কর্মসূচির অংশ হিসেবে সীমান্তে সেনা চৌকিগুলিতে গিয়ে বিজেপির তরফে সেনা জওয়ানদের সম্মান জানান হবে। পাশাপাশি ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি ও গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পতাকা উত্তোলন করা হবে। ১৪ আগস্ট দেশভাগের কথা স্মরণ করে বিজেপির তরফে বের করা হবে একটি নীরব শোভাযাত্রা। গোটা দেশে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশলকে।
