আমুদরিয়া নিউজ: সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় জড়িত তিন জঙ্গিই মারা গিয়েছে। মঙ্গলবার লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিলেন। ‘অপারেশন মহাদেবে’ আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে।” এদিন হত তিন জঙ্গির নামও জানান শাহ। বলেন, “এই তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। এই তিন জনকে খাবার জুগিয়ে সাহায্য করেছিল যে ব্যক্তি তাকে আগেই আটক করা হয়েছিল। সেই নিহত জঙ্গিদের দেহ শনাক্ত করেছে।” শাহের আরও দাবি পহেলগাঁওয়ে হত্যালীলা চালানোয় ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে ওই জঙ্গিদের কাছ থেকে। তাদের কাছে মিলেছে পাকিস্তানি ভোটার আইডি নাম্বার, পাকিস্তানি চকলেট। এছাড়াও হত তিন জঙ্গিই যে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়ে নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষা করানো হয়। প্রসঙ্গত, সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’।
