আমুদরিয়া নিউজ: বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল এক পুলিসকর্মী সহ অন্তত ৪ জনের। আমেরিকার মিউটাউন ম্যানহাটন এলাকার ঘটনা। সেখানকার এক কর্পোরেট অফিস চত্বরে সোমবার সন্ধ্যায় আচমকাই গুলি চালাতে শুরু করে এক আততায়ী। তাতে প্রথমে জখম হন বেশ কয়েকজন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের পালটা আক্রমণে আততায়ীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। আততায়ীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
