আমুদরিয়া নিউজ: অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে ‘উল্লু, ‘বিগ শট অ্যাপ’-সহ ২৫টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করল কেন্দ্র। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে এখবর জানিয়েছে। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ওই ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহারের অ্যাকসেস যেন কারও কাছে না থাকে। তালিকায় রয়েছে, ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ -এর মতো অ্যাপগুলি। সরকারের বক্তব্য এই অ্যাপগুলির মাধ্যমে এমন কনটেন্ট প্রচার করা হচ্ছিল যেগুলোকে কর্তৃপক্ষ ‘সফট পর্ন’ হিসেবে আখ্যা দিয়েছে। এসব কনটেন্ট তথ্যপ্রযুক্তি আইন ও অশ্লীলতা সংক্রান্ত প্রচলিত ভারতীয় আইন লঙ্ঘন করছে।
