আমুদরিয়া নিউজ: চলতি মাসেই যশ দয়ালের বিরুদ্ধে গাজ়িয়াবাদে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারের বিরুদ্ধে এ বার ফের ধর্ষণের অভিযোগ করলেন আরও এক তরুণী। জয়পুরের সাঙ্গান থানায় যশের বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি। অভিযোগ, ক্রিকেটজীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু’বছর ধরে সহবাস করেছেন যশ। অভিযোগে নির্যাতিতা জানিয়েছে, দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তাঁর সঙ্গে যশের আলাপ। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন যশ। সে সময় ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অছিলায় তাঁকে একটি হোটেলে ডাকেন যশ। সেখানেই তাঁকে ধর্ষণ করেন আরসিবির বোলার। তারপর দু’বছর ধরে লাগাতার তাঁকে ধর্ষণ করেছেন যশ, এমনটাই জানিয়েছেন অভিযোগকারিণী। ক্রিকেটারের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।