আমুদরিয়া নিউজ: স্কুল চলাকালীন আচমকা ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ৪ পড়ুয়ার। আহত অন্তত ২০ জন। রাজস্থানের ঝালওয়াড়ের ঘটনা। জানা গিয়েছে শুক্রবার সকালে সেখানকার মনোহর থানা এলাকার পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় প্রায় ৬০-৭০ জন পড়ুয়া ছিল স্কুলে। এ ছাড়াও, কয়েক জন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নীচেই আটকে পড়েন পড়ুয়া এবং শিক্ষকেরা। ছাদ চাপা পড়ে চারজন পড়ুয়ার মৃত্যু হয়। প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দল। জেসিবি মেশিন দিয়ে ভগ্নস্তূপ সরানো হচ্ছে। আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্কুলটি অবস্থা বহু দিন ধরে জরাজীর্ণ। বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি।