আমুদরিয়া নিউজ: আজ বাংলা ছায়াছবির ‘ম্যাটিনি আইডল’ উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্যে ধনধান্য প্রেক্ষাগৃহে ছিল ২০২৫ সালের ‘মহানায়ক সম্মান’ প্রদানের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মান নিলেন যাঁরা, একনজরে তালিকা-
পরিচালক- গৌতম ঘোষ
অভিনেত্রী- গার্গী রায়চৌধুরী
গায়িকা- ইমন চক্রবর্তী
গায়ক- রূপঙ্কর বাগচী
মেকআপ – সোমনাথ কুণ্ডু
প্রোডাকশন ডিজাইন – আনন্দ আঢ্য
এদিন পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, সৌমিতৃষা কুণ্ডুর সহ অন্যান্যরা। ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে প্রথম ‘মহানায়ক’ সম্মান দেওয়া হয়। সেবার সম্মানিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে দেব, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন।