আমুদরিয়া নিউজ: হাইওয়ের উপরে ভাঙল বিমান। ইটালির ব্রেসিয়ায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের, আহত আরও দু’জন। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ব্রেসিয়ার কোরডামোলি-ওসপিটেল হাইওয়ের মাঝখানে। ছোট এয়ারক্র্যাফটি ইটালির গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল। হঠাৎ সেটি আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে। দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে বিমানটি দ্রুত গতিতে নীচের দিকে নামতে থাকে। এরপর রাস্তার উপর পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে। গোটা রাস্তা জুড়ে তীব্র যানযট তৈরি হয়। ঘটনাস্থলেই বিমানে থাকা দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। এছাড়াও হাইওয়েতে থাকা দুই গাড়ি চালক আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে জখম হন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানা যায়নি।
