আমুদরিয়া নিউজ: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। যা ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ধনকড়কে অবসর জীবনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে ইংরাজি এবং হিন্দিতে ধনকড়কে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি পোস্ট করেছেন মোদি। তিনি লিখেছেন, “শ্রী জগদীপ ধনকড়জি ভারতের উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে আমাদের দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করি। আশা রাখি, তার শরীর-স্বাস্থ্য আগামী দিনে ভাল থাকবে।” এদিকে ধনকড়ের জায়গায় উপরাষ্ট্রপতি পদে কে বসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তালিকায় রয়েছে নীতীশ ঘনিষ্ঠ জেডিইউ-র নেতা হরিবংশ নারায়ণ সিংয়ের নাম। যিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।