আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক। বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বামপন্থী চিন্তক, প্রাবন্ধিক, কবি। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যায় তাঁর। ভর্তি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। এদিন সেখানেই মৃত্যু হয় তাঁর। ভারতের নকশাল আন্দোলেনর অন্যতম প্রধান মুখ ছিলেন আজিজুল হক। চারু মজুমদারের মৃত্যুর পরে দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্ব পান তিনি। রাজনীতি করতে গিয়ে জীবনের একটা বড় সময় জেলবন্দি ছিলেন। জেলে বসেই লিখেছিলেন ‘কারাগারের ১৮ বছর।’ বইটিতে ফুটে উঠেছে জেলে থাকাকালীন তাঁর সঙ্গে ঘটে যাওয়া শারীরিক, মানসিক অত্যাচারের ভয়াবহ ছবি। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে “লালটুকটুকে দিন”, “হায়না মানুষ”, “ছুটন্ত সময় ফুটন্ত মানুষ’, “হাতির খোঁজে রাজা”, “মনু মহম্মদ হিটলার”। একটা সময় সরাসরি রাজনীতি থেকে সরে গিয়ে, আজিজুল কলকাতায় তৈরি করেন ভাষা শহিদ স্মারক সমিতি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি।’’
