আমুদরিয়া নিউজ: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা! উল্লেখ্য, সামনেই বিজয় দেবেরাকোন্ডার পরবর্তী বিগ বাজেট সিনেমার রিলিজ। ‘কিংডম’ নিয়ে বেশ প্রচারও চালাচ্ছিলেন তিনি। তার মাঝখানেই অভিনেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর এল। যদিও বিজয় নিজে কিংবা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি জারি করে এই খবর নিশ্চিত করা হয়নি। তবে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি মারফৎ এই খবর মিলেছে। ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে ‘কিংডম’ । স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হয়েছে। যে ছবিতে শরণার্থী সংকট দেখানো হবে।
