আমুদরিয়া নিউজ: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই মাওবাদী নেতার। শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ানও। ঝাড়খণ্ডের বোকারোর ঘটনা। জানা গিয়েছে, বুধবার ভোরে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে বিরহোরদেরার জঙ্গলে অভিযানে নামে সিআরপিএফের জওয়ানরা। মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবেশেষে মৃত্যু হয় ২ মাও নেতার। তবে শহিদ হয়েছেন সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়নের এক জওয়ান। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক। সূত্রের খবর, মৃত দুই মাও নেতার মধ্যে একজনের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা।