আমুদরিয়া নিউজ: লর্ডস টেস্টে জিতেও শাস্তির কোপে ইংল্যান্ড। জরিমানা তো হলই, সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে একধাপ নেমেও গেল স্টোকসের দল। স্লো ওভার রেটের জন্য প্লেয়ারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা হয়েছে। পাশাপাশি তাদের ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। বুধবার একটি বিজ্ঞপ্তিতে শাস্তির ঘোষণা করা হয়। নিয়ম হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয়। একইভাবে এক ওভার কম হলে পাঁচ শতাংশ জরিমানা হয়। ইংল্যান্ড যেহেতু দুটি ওভার কম করেছে, তাই তাদের শাস্তি দ্বিগুণ হয়েছে। ২ পয়েন্ট কেটে নেওয়ার প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায়। তৃতীয় স্থানে নেমে গেল ইংল্যান্ড। শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া রয়েছে সবার উপরে। ভারত আছে চতুর্থ স্থানে।