আমুদরিয়া নিউজ: নিক্কো পার্কে অঘটন। ওয়াটার পার্কে স্নান করতে নেমে মৃত্যু হল ১৮ বছর বয়সি এক যুবকের। জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাহুল দাস। উল্টোডাঙার মুরারিপুকুর এলাকায় আগে বসবাস করতেন তিনি। তবে বর্তমানে থাকেন বাগুইআটিতে। বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধুবান্ধব মিলে নিকো পার্কে আসেন। নিক্কো পার্কের ভিতরে থাকা ওয়াটার পার্কে স্নান করতে নেমেছিলেন তাঁরা। তখন আচমকাই সংজ্ঞা হারান ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তবে পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, কোনও দুর্ঘটনা নয়, অসুস্থতার কারণেই মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
