আমুদরিয়া নিউজ: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজ়েদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ছিলেন তিনি। সায়মা ওয়াজেদ পুতুল ২০২৪-এর জানুয়ারিতে হু আঞ্চলিক অধিকর্তার দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই পদে বসার জন্য তিনি তাঁর মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব কাজে লাগিয়েছিলেন। হাসিনা কন্যার বিরুদ্ধে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও জালিয়াতির অভিযোগ আছে। দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সায়মার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলার কারণেই তাঁর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ করল কি না, তা অবশ্য স্পষ্ট নয়। কেন হাসিনা-কন্যাকে ছুটিতে পাঠানো হল, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত হাসিনা-কন্যার স্থলাভিষিক্ত হচ্ছেন ‘হু’-এর সহকারী ডিরেক্টর জেনারেল ক্যাথরিনা বহেম।
