আমুদরিয়া নিউজ: ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শনিবার বেলা ১২টা নাগাদ সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। স্টেশনে মেট্রোটি যখন ঢুকছিল, সেই সময়ই ওই যাত্রী ঝাঁপ দেন। এর জেরেই বন্ধ হয়ে যায় আংশিক মেট্রো পরিষেবা। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় বিদ্যুৎ। শুরু হয় উদ্ধারকাজ। মেট্রো বন্ধ চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। এখানে মেট্রো চলাচলের রেললাইন কোনও ব্যারিকেড বা গার্ডরেল দ্বারা সুরক্ষিত নয়। ফলে বার বার একই ঘটনা ঘটে চলেছে। কলকাতা মেট্রোর অন্য লাইনগুলিতে কারও ঝাঁপ দেওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
