আমুদরিয়া নিউজ: সম্প্রতি নীতি আয়োগের নথিতে বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্টের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গায়। এই নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি লিখে অবিলম্বে ওই ভুল সংশোধন করার দাবি জানান। মমতার বক্তব্য ছিল, নীতি আয়োগের মতো সংস্থার এই ভুল, তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। ক্ষুব্ধ মমতার দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে। এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। মমতার সেই চিঠির পর ভুল শুধরে নিল নীতি আয়োগ। ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয়েছে।
