আমুদরিয়া নিউজ: মার্কিন নাগরিকদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল আমেরিকা। আমেরিকার বিদেশ দফতর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানে এই নয় যে, এখন ইরানে ভ্রমণ নিরাপদ।’’ বিশেষত, আমেরিকা-ইরান দ্বৈত নাগরিকত্বপ্রাপকদের আরও বেশি সতর্ক হওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। কারণ হিসেবে বলা হয়েছে ইরান সরকার দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের আচরণ নিয়ে অতীতে বার বার উদ্বেগপ্রকাশ করেছে আমেরিকা। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েক জন ইরান-আমেরিকানকে আটক করেছেন তেহরান কর্তৃপক্ষ। সেই সব বিষয় উল্লেখ করেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। সতর্কতা আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য মার্কিন বিদেশ দফতর একটি ওয়েবসাইটও চালু করেছে।
