আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার কলকাতায় এলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করলেন তিনি। পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীরের পর্যটন জোর ধাক্কা খেয়েছে। আতঙ্ক কাটেনি এখনও। ফলে সেভাবে এখনও পর্যটকদের দেখা মিলছে না ভূ-স্বর্গে। এই পরিস্থিতি কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গেলেন ওমর আবদুল্লা। বৃহস্পতিবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানান, ভয় নেই আর কাশ্মীরে। ওমরের কথায়, “দিদিকে বলেছি, সুযোগ পেলে যেন কাশ্মীরে আসেন। আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায়। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।” তাঁর কথার রেশ ধরেই মমতাও রাজ্যবাসীর উদ্দেশে কাশ্মীরে যাওয়ার আবেদন করেন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী জানান, পুজোর পর তিনি কাশ্মীরে যেতে পারেন। মমতা বলেন, ‘‘আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব। বাংলার সঙ্গে কাশ্মীরের পর্যটন সম্পর্ক দীর্ঘদিনের। আমরা চাই বাংলার মানুষ নির্ভয়ে কাশ্মীর ভ্রমণে যান।’’
