আমুদরিয়া নিউজ: আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। খেলা শুরুর ঠিক আগে ঐতিহ্যশালী লর্ডসে ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করলেন শচীন তেণ্ডুলকর। লর্ডসে ঘণ্টা বাজানোর জন্য এই প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল শচীনকে। লর্ডস প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরে স্থাপিত এই ঘণ্টাটি। ২০০৭ সাল থেকে লর্ডসে ঘণ্টা বাজিয়ে খেলার সূচনা করার ব্যবস্থা চালু হয়েছে। এ দিন ম্যাচ শুরুর আগে এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় সচিনের পোট্রেটের উদ্বোধন হয়। সচিনের ছবিটি এঁকেছেন চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন। ছবি বছরের শেষ পর্যন্ত এমসিসির সংগ্রহশালায় থাকবে। তার পর রাখা হবে লর্ডসের সাজঘরে। এদিকে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ২ উইকেট খুইয়ে ৮৩ রান তুলেছে। দুটি উইকেটই নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি।