আমুদরিয়া নিউজ: অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। মঙ্গলবার সংস্থা তার নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের জায়গা নিতে চলেছেন সাবিহ। আইফোন নির্মাতা বিশ্বখ্যাত সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষেই সিওও-র দায়িত্ব নেবেন সাবিহ। ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন সাবিহ। স্কুলে পড়াশোনা চলাকালীনই তাঁর পরিবারে সিঙ্গাপুরে চলে যায়। পরে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস শুরু করে। সাবিহ ১৯৯৫ সালে অ্যাপলে যোগ দেন। গত তিরিশ বছর ধরে বিভিন্ন বিভাগে কাজ করেছেন তিনি। ২০১৯ সালে সংস্থার ভাইস প্রেসিডেন্ট হন। বর্তমানে অ্যাপেলের অন্যতম সিনয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
