আমুদরিয়া নিউজ: ব্রাজিল থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে বলে জানা গিয়েছে। ব্রাজিলে পাঠানো একটি চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন যে, স্বাধীন নির্বাচনের উপর বার বার আঘাত করা হচ্ছে ব্রাজ়িলে। দক্ষিণ আমেরিকার এই দেশে আমেরিকানদের বাক্স্বাধীনতার অধিকার খর্ব করা করা হচ্ছে। তবে ব্রাজ়িলের উপর তাঁর রাগের কারণ যে প্রাক্তন প্রেসিডেন্ট বোলসেনারোর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া, তা স্পষ্ট করে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ব্রাজ়িলের প্রাক্তন প্রেসিডেন্ড জাইর বোলসেনারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিচারপ্রক্রিয়া চালাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভার প্রশাসন। ব্রাজ়িলের বর্তমান প্রেসিডেন্ট লুলাকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, “শ্রদ্ধেয় বোলসেনারোর সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা ঠিক নয়। এই বিচারপ্রক্রিয়া চলতে পারে না। এটা এখনই বন্ধ হওয়া উচিত।” এদিকে ট্রাম্পের এই নির্দেশের পর পালটা সুর চড়িয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, “ব্রাজিল একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। তাই এখানে অন্যের অভিভাবকত্ব বরদাস্ত করব না।”
