আমুদরিয়া নিউজ: ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী। বৃহস্পতিবার সকাল ৯টা ৪মিনিটে ভূমিকম্পটি হয় দিল্লি, এনসিআর-সহ বিস্তীর্ণ এলাকায়। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদেও। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে এই কম্পনের জেরে রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে।
