আমুদরিয়া নিউজ: গুজরাটে সেতু ভেঙে পড়ে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সকালে গুজরাতের বডোদরা জেলায় মহিসাগর নদীর উপর ভেঙে পড়েছে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় একটি ট্রাক, একটি ভ্যান এবং দু’টি গাড়ি সেতুর উপর দিয়ে নদী পারাপার করছিল। সেতু ভেঙে পড়তেই গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত দেহ মিলেছে তিন জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রায় ৪৫ বছর ধরে ভাদোদরা-আনন্দ শহরের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করছে সেতুটি।