আমুদরিয়া নিউজ: এসএসসি-র নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্যরা। সোমবার এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। এ বার সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য এবং এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। তারপর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইমতো নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। কিন্তু তা নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। নয়া নিয়োগ বিধির একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তারইমধ্যে সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীদের নয়া নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার এবং কমিশন।
