আমুদরিয়া নিউজ: আরজিকর কাণ্ডের এক বছরে ফের রাত জাগার ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট’এর তরফে জানানো হয়েছে , ৮ অগস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নামবেন তারা। রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। তার পরে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলেও জানান তাঁরা। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানালেন জুনিয়র ডাক্তারেরা। পরের দিন ৯ অগস্টও একাধিক কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের। ৯ অগস্ট সকালে রাখিবন্ধন পালন করা হবে। আর বিকেলে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সামনে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা। দেবাশিসের কথায়, ‘‘কলেজে কলেজে হুমকি সংস্কৃতির (থ্রেট কালচার) বিরুদ্ধে আওয়াজ তোলা হবে এই জমায়েত থেকে।’’ গত বছর ৮ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়েছে।
