আমুদরিয়া নিউজ: শীর্ষ বাছাই চৌ তিয়েন চেনকে হারিয়ে কানাডা ওপেনের সেমিফাইনালে উঠলেন কিদম্বী শ্রীকান্ত। শুক্রবার রাতে ৪৩ মিনিটের কোয়ার্টার ফাইনালে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় হারালেন সরাসরি গেমে। ম্যাচের ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৮, ২১-৯। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন শ্রীকান্ত। সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের প্রতিপক্ষ জাপানের কেন্তা নিশিমোতো। ২০১৭ সালে এই নিশিমোতোকে হারিয়েই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীকান্ত।