আমুদরিয়া নিউজ: দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে চিনের শি জিনপিং সরকার। দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করতে নগদ অর্থ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একটা সময়ে জনসংখ্যাই চিনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছিল। ২০১৬ সাল পর্যন্ত চিনে চালু ছিল এক সন্তান নীতি। অর্থাৎ, একটির বেশি সন্তান গ্রহণ করতে পারতেন না দম্পতিরা। দীর্ঘ দিন ধরেই জনসংখ্যা হ্রাসের সমস্যায় ভুগছে চিন। জন্ম কমে আসায় চিনের অর্থনীতি ধুঁকছে। চিন সরকার পরিস্থিতি বদলাতে সন্তানপ্রতি ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করেছে। দম্পতিদের প্রতি সন্তানের জন্য বছরে ৩৬০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা) দেওয়া হতে পারে। চলতি বছরের ১ জানুয়ারি বা তার পর থেকে সে দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশুর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। তিন বছর পর্যন্ত এই টাকা দেওয়া হবে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করেননি জিনপিং।
