আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডে বিপর্যস্ত জনজীবন। রাস্তায় ধস নেমে কয়েকটি গ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। ধস নেমে পিপলকোটি, নন্দপ্রয়াগ, উমাত্তা— চামোলি জেলায় এই তিন জায়গায় বন্ধ রয়েছে জাতীয় সড়ক। কাঁওয়ার যাত্রার জন্য ঋষিকেশের রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। বদ্রীনাথ জাতীয় সড়ক পরিষ্কার করার কাজ চলছে। এই পরিস্থিতিতে আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডে এখনই দুর্যোগ থামছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি চলবে।
