আমুদরিয়া নিউজ: দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের কাছে হারতে হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা বর্তমান এক নম্বর কার্লসেনকে। গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫ টুর্নামেন্টে কার্লসেনকে ফের হারিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন ভারতীয় দাবাড়ু। বৃহস্পতিবার গুকেশের সামনে দাঁড়াতে পারেননি কার্লসেন। ৪৯ চালের পর হার মেনে নিতে হয় তাঁকে। এই টুর্নামেন্টে নামার আগেও কার্লসেন ভারতীয় দাবাড়ুকে টুর্নামেন্টের অন্যতম ‘দুর্বল প্লেয়ার’ বলে একপ্রকার উড়িয়ে দিয়েছিলেন। চুপ ছিলেন গুকেশ। জবাবটা চৌষট্টি খোপের খেলায় দিয়েছেন। গুকেশের কাছে হারের পর কার্লসেন বলেন, “সত্যি বলতে, এখন দাবা খেলতেই আমার ভাল লাগছে না। খেলার সময় কোনও মজা পাচ্ছি না। চাল দেওয়ার সময় নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ হচ্ছে। খুব খারাপ অবস্থায় আছি।”