আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ খোলায় আমেরিকার সরকারি পরিবেশ সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ-র ১৩৯ জন কর্মীকে ছুটিতে পাঠানো হল। সম্প্রতি ট্রাম্পের পরিবেশ সংক্রান্ত নীতির সমালোচনা করে একটি চিঠিতে গণস্বাক্ষর করেছিলেন তাঁরা। গত সপ্তাহে চিঠিটি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার ইপিএ-র তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, যদি কোনও আমলা সরকারি নীতির অন্যায় বিরোধিতা করেন, তবে তা বরদাস্ত করা হবে না। জনমানসে বিভ্রান্তি তৈরি তৈরি করার জন্যই ১৩৯ জন কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। ইপিএ আমেরিকায় মানুষের শরীর-স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর গবেষণা চালায়। সেই মতো তারা সরকারকে কোনও প্রস্তাব বা পরামর্শ দিতে পারে।
