আমুদরিয়া নিউজ: এদেশের আইনের চোখে দু’জনেই ফেরার। কিন্তু লন্ডনের এক বিলাসবহুল পার্টিতে এই দুই বিতর্কিত ব্যক্তি গলা মেলালেন ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ‘ আই ডিড ইন মাই ওয়ে’-তে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং ললিত মোদী। বিজয় মালিয়াকে এই পোস্টে ট্যাগও করেছেন তিনি। ললিতের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি গান গাইছেন। সঙ্গে সঙ্গে উঠে এসে সেই গানে গলা মেলালেন বিজয় মালিয়াও। রাতভর সেই পার্টি চলেছে। নাচে-গানে মেতে উঠেছেন অন্তত ৩০০ অতিথি। তাঁদের মধ্যে অন্যতম ক্রিস গেইল। পার্টির শেষে নিজের সই করা ব্যাটও ললিতকে উপহার দেন গেইল। যা দেখে তুঙ্গে সমালোচনা। উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণায় বিদ্ধ তিনি। দেশের তদন্তকারী সংস্থাগুলি তাঁকে হাতে পেতে মরিয়া। অন্যদিকে, বিপুল অর্থে বিদেশি মুদ্রা লেনদেন, কিকব্যাক নেওয়া, টেন্ডারে কারচুপি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে ললিতের বিরুদ্ধে। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। আর এই ভিডিও সামনে আসতেই আবারও প্রশ্ন উঠছে, কীভাবে এমন অবাধে বিচরণ করছেন তাঁরা?
