আমুদরিয়া নিউজ: দু’বছরের জন্য চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার হাইকোর্টে আবেদন জানান তিনি। আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে। ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগ রয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়াই সেই ডিগ্রি ব্যবহার করে পরিচয়পত্রে তা যুক্ত রেখেছিলেন। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। তার পরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করে।
