আমুদরিয়া নিউজ: মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল ওয়ান বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার মাত্র চার ভোটের ব্যবধানে বিল পাশ হয়েছে। ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গিয়েছে বিলটি। শুক্রবার বিলে সই করবেন ট্রাম্প। তারপরেই বিলটি আইনে পরিণত হবে। জয় পেয়ে সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘ এই প্রথমবার এমন বিরাট মাপের বিল পাশ হল। নতুন আইনের ফলে রকেট শিপের মতো উন্নতির পথে এগিয়ে যাবে আমেরিকা।’ বিল পাশ হয়ে যাওয়ার পর সকলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। উল্লেখ্য, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’টির উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। এছাড়াও এই বিলে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমানো, সেনাবাহিনীর ক্ষমতা ও সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে।
