আমুদরিয়া নিউজ: শুভাংশু শুক্লার পর এ বার মহাকাশে যাচ্ছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর উদ্দেশে রওনা দেবেন অনিল। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের ‘এক্সপিডিশন-৭৫’-এ ক্রু সদস্য এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন নাসার মহাকাশচারী অনিল। ২০২৬ সালের জুন মাসে রসকসমসের ‘সয়ুজ এমএস-২৯’ মহাকাশযানে চেপে পাড়ি দেওয়ার কথা অনিলের। সঙ্গে থাকবেন রসকসমসেরই আরও দুই মহাকাশচারী পিওত্র দুব্রোভ এবং আনা কিকিনা। সেখানে তাঁরা আট মাস থেকে নানা পরীক্ষা-নিরীক্ষা করবেন। অনিল মেননের পুরো নাম অনিল মাধবন সমইলেঙ্কো মেনন। জন্ম আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে। তাঁর বাবা-মায়ের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন ইউক্রেনীয়। ৪৮ বছর বয়সি অনিল দীর্ঘ দিন বায়ুসেনায় কাজ করেছেন। ২০১৪ সালে নাসায় যোগ দেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে।
