আমুদরিয়া নিউজ : আমেরিকার অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) অভিযানের বিরোধিতা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি। তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে গ্রেফতৈারের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের দাবি, মামদানি আমেরিকার নাগরিকই নন। মামদানি জানিয়েছে, তাঁরা ছোটবেলায় পরিবারসহ আইনগতভাবে উগান্ডা থেকে আমেরিকায় বসবাস করছেন। মামদানি আরও বলেছেন, “আমি ভয় পাওয়ার মানুষ নই। মঙ্গলবারই জোহরান নিউইয়র্কের নির্বাচন বোর্ড ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী হয়েছেন। মামদানি মেয়র হওয়ার পথে অনেকটাই এগিয়েছেন।
