আমুদরিয়া নিউজ : রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বন্ধ হচ্ছে না। মঙ্গলবার রাতে রাশিয়ায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। তাতে ৩ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে, রাশিয়ার ইজেভসক শহরের একটি কারখানায় ওই হামলা হয়। ওই এলাকায় উদ্ধার কাজ চলছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পাল্টা হামলা চলছে। দুটি দেশেই ঘটছে প্রাণহানির ঘটনা।