আমুদরিয়া নিউজ: প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট বারণ করা হয়নি সেই প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। পুরনো বিধি মেনে নিয়োগপ্রক্রিয়া করার পরিবর্তে কেন নতুন বিধি আনা হল, সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে বক্তব্য জানাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। তাঁদের জন্য রাজ্য সরকারকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলেছিল শীর্ষ আদালত। সেইমতো গত ৩০ মে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। তবে নতুন বিজ্ঞপ্তিতে কোথাও উল্লেখ নেই, চিহ্নিত ‘অযোগ্যরা’ নতুন করে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না। যা নিয়ে তীব্র আপত্তি জানান যোগ্য ‘চাকরিহারারা।’ নতুন বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বারণ করা হল না সেই প্রশ্ন এদিন বিচারপতি তুলেছেন। রাজ্য ও কমিশনকে এই বিষয়ে স্পষ্ট জানাতে হবে।
