আমুদরিয়া নিউজ: আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবা ল কলেজ। রবিবারই বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজ কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, “কলেজের সমস্ত বিএএলএলবি এবং এলএলএম (জেনারেল এবং অনার্স) ক্লাস স্থগিত করা হচ্ছে এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ সকল শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।” কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। সোমবার কলকাতার ১০ থেকে ১২টি আইন কলেজের ছাত্রছাত্রী এবং প্রাক্তনী কসবায় জড়ো হয়েছিলেন। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা থানা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তাঁরা। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই বর্তমানে পেশায় আইনজীবী। তাঁদের বক্তব্য, আইনের ছাত্রছাত্রী, যাঁরা ভবিষ্যতে সাধারণ মানুষের হয়ে আদালতে লড়বেন, তাঁদেরই কলেজে নির্যাতিত হতে হচ্ছে। তাহলে নিরাপত্তা কোথায়! ইতিমধ্যে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রসহ চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত চলছে।
