আমুদরিয়া নিউজ: সাংবাদিক লরেন স্যানচেজের সঙ্গে আংটি বদল করলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। তাদের তিন দিন ব্যাপী বিয়ের উৎসব শুরু হয়েছে ২৬ জুন। ইতালির ভেনিসে ঐতিহাসিক ও নিভৃত সান জর্জিও মাজিওরে দ্বীপে এক ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারলেন ৬১ বছরের বেজোস। অনুষ্ঠানে অতিথি তালিকায় ছিলেন কার্দাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, ওপ্রাহ উইনফ্রে, উশার, টম ব্র্যাডি, লিওনার্দো ডিক্যাপ্রিওসহ বহু তারকা। বিয়ের অন্তিম পর্বটি শনিবার আর্সেনালের একটি প্রেক্ষাগৃহে সম্পন্ন হবে। মধ্যযুগে এই বাড়িটি একটি জাহাজ নির্মাণ কারখানা ছিল। যদিও বর্তমানে ব্যবহৃত হচ্ছে শিল্পকলা প্রদর্শশালা হিসাবে। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী সমাজসেবী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২০১৯ সালে বিচ্ছেদ হয় আমাজন কর্তার। ২০২৩ সালে লরেন স্যাঞ্চেজের সঙ্গে বাগদান সারেন জেফ বেজোস।
