আমুদরিয়া নিউজ: ৯ মাসের ব্যবধানে ফের জ্যাভলিনের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠলেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে আবার এক নম্বর জায়গাটা ফিরে পেয়েছেন নীরজ। নীরজের মোট পয়েন্ট ১৪৪৫। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর পয়েন্ট ১৪৩১। তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর পয়েন্ট ১৪০৭। অলিম্পিক্স চ্যাম্পিয়ন নাদিম ১৩৭০ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে। গত মাসে দু’টি ডায়মন্ড লিগে ভাল ফল করেছেন নীরজ। প্রথমে দোহায় রুপো পেয়েছিলেন। তার পর প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছেন। পরপর খেতাব জেতার পুরস্কার পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা।